সংবাদদাতা, বারাসাত : হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বারাসত হৃদয়পুরের বাসিন্দা চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal)। ১৮ অগাস্ট ছয় জনের একটি টিম কলকাতা থেকে যাত্রা শুরু করে। ফেরার কথা ছিল এই মাসের ১৬ তারিখে। শনিবার সকালে হৃদয়পুরে চিন্ময়ের বাড়িতে তার ভাই হিরন্ময় মণ্ডল জানান গত তিনদিন আগে ৬ জনের ওই টিম বেস ক্যাম্পে পৌঁছয়। এরপর সেখান থেকে চার জন স্যামেট করতে উপরে ওঠে। অসুস্থতার কারণে দুজন যায়নি বলেও জানান হিরন্ময়। এরপরে দীর্ঘক্ষণ তার ভাই-সহ তিনজন না ফেরায় শেরপারা এসে বাকি দুজনকে জানায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে। সেই থেকে আজ পর্যন্ত তার ভাইয়ের কোনও খোঁজ মেলেনি। চিন্ময়ের (Chinmoy Mondal) ভাই জানান ইতিমধ্যেই তাঁদের পরিবারের সদস্যরা এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন রাজ্য সরকার যাতে তাঁর ভাই-সহ বাকিদের খুঁজে পেতে সাহায্য করে সে বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। নিখোঁজ ছেলের ছবি নিয়ে মা কাঁদছেন। কখনও কখনও জ্ঞানও হারিয়ে ফেলছেন। আত্মীয় পরিজন থেকে পাড়া-প্রতিবেশীরা জানাচ্ছেন সমবেদনা। তবে গোটা পরিবারটাই এই মুহূর্তে অসহায়।