প্রেসক্লাবে সগৌরবে প্রকাশিত হল চন্দ্রা চক্রবর্তীর ‘ছয় তারের তানপুরা’

Must read

কিরানা ঘরানার বিশিষ্ট শিল্পী পন্ডিত এ টি কানন এবং তাঁর সহধর্মিণী বিদুষী মালবিকা কাননের স্মরণে ‘ছয় তারের তানপুরা’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হল। বইটির লেখিকা পন্ডিত এ টি কাননের শিষ‍্যা প্রবাসী বাঙালি চন্দ্রা চক্রবর্তী।

আরও পড়ুন- রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ, আনলক প্রথা অব্যাহত

কলকাতা প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিক প্রকাশে এদিন হাজির ছিলেন তবলা বাদক পন্ডিত কুমার বোস , সরোদিয়া পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার সহ একাধিক বিশিষ্ট জন।গুরুর জন্ম শতবর্ষ পালনের অঙ্গ হিসাবেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এই গ্রন্থ প্রকাশ বলে জানিয়েছেন স্বয়ং লেখিকা।

আজকের সময়ে এমন একটি বইয়ের প্রয়োজনীয়তার কথা শোনা গেল পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বক্তব্যে। অন‍্যদিকে গুরুর প্রতি শিষ‍্যার এমন শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করেন পন্ডিত কুমার বোস। গ্রন্থটির প্রকাশক বই চিত্র প্রকাশনা।

Latest article