স্কুলে খ্রিস্টান প্রার্থনা সংগীত, বিজেপি রাজ্যে প্রিন্সিপালকে পেটাল হিন্দুত্ববাদীরা!

রাজ্যের পুণে জেলায় ডি ওয়াই পাতিল হাইস্কুল নামে একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে বেধড়ক মারধর করলেন হিন্দুত্ববাদীরা।

Must read

প্রতিবেদন : ফের হিন্দুত্ববাদীদের রক্তচক্ষু বিজেপি শাসিত মহারাষ্ট্রে। রাজ্যের পুণে জেলায় ডি ওয়াই পাতিল হাইস্কুল নামে একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে বেধড়ক মারধর করলেন হিন্দুত্ববাদীরা। অভিযোগ, ওই স্কুলের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের খ্রিস্টান প্রার্থনা সংগীত গাইতে বাধ্য করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, হিন্দুত্ববাদীরা কি এভাবে আইন নিজেদের হাতে তুলে নিতে পারে?

আরও পড়ুন-চরম অরাজকতা মণিপুরে স্কুলের সামনে শিক্ষিকাকে খুন

ইতিমধ্যেই ওই প্রিন্সিপালকে নিগ্রহ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, মারমুখী উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন প্রিন্সিপাল আলেকজান্ডার কোটস রিড। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে হঠাৎই ওই স্কুলে ঢুকে পড়ে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী লোকজন। প্রিন্সিপালের কাছে জানতে চায়, স্কুলে রোজ কেন খ্রিস্টান প্রার্থনা সংগীত হয়? এরপর আচমকাই তারা চড়াও হয় প্রিন্সিপালের উপর। চলে কিল, চড়, ঘুসি। শিক্ষকের জামা ছিঁড়ে দেওয়া হয়। তাণ্ডবের সময় হিন্দুত্ববাদীরা ‘হর হর মহাদেব’ বলে স্লোগানও দিতে থাকে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা থানায় অভিযোগ করেন। তবে অপরাধীরা এখনও অধরা।

Latest article