বড়দিন (Christmas) এর কাউন্টডাউন শুরু। সাজো সাজো রব কলকাতা শহর জুড়ে। বুধবার থেকেই কলকাতায় একপ্রকার শুরু হয়ে যাচ্ছে বড়দিন উৎসব। বুধবার বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে অনুষ্ঠানের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি শুরু করেছে রাজ্যের পর্যটন দফতর। প্রত্যেকবারই অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এবারের জনসমাগম আরো অনেকটাই বেশি হবে বলেই মনে করছে প্রশাসন। এর ভিত্তিতে একাধিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন-সর্বোচ্চ কেন্দ্রীয় স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘দুয়ারে সরকার’
এদিন সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বড়দিন পালন অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়া হবে।
আরও পড়ুন-গোয়ার স্বাধীনতা দিবস স্মরণ, শুভেচ্ছাবার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর
নবান্ন সূত্রে খবর বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছে। বুধবার দুপুর ৩টে থেকেও গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিভিন্ন দফতরের সচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে গঙ্গাসাগর পরিদর্শন যেতে পারে মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার পর্যালোচনা বৈঠকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।