সর্বোচ্চ কেন্দ্রীয় স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘দুয়ারে সরকার’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৭ জানুয়ারি, ২০২৩ সালে নয়াদিল্লির কেন্দ্রীয় বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন ৷

Must read

জাতীয় ক্ষেত্রে এর আগেও বাংলার বেশ কিছু প্রকল্প সম্মানিত হয়েছে। এবার বড় সম্মান পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার (Duare Sarkar)৷ কেন্দ্রীয় ইলেকট্রনিক ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে এই সম্মান দেওয়া রাজ্য সরকারকে৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’ এবং এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ। ডিজিটালের অধীনে কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ এবং রাজ্যগুলি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2022 (MeitY), ভারত সরকার এর তরফে ২০২২ সালে সেরার সম্মান পেল রাজ্য৷ “পাবলিক ডিজিটাল” বিভাগে সর্বোচ্চ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে ‘দুয়ারে সরকার’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৭ জানুয়ারি, ২০২৩ সালে নয়াদিল্লির কেন্দ্রীয় বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন ৷

আরও পড়ুন-গোয়ার স্বাধীনতা দিবস স্মরণ, শুভেচ্ছাবার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর

দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনায় একপ্রকার সরকারি পরিষেবা।এর মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরের পরিষেবাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়৷ সবথেকে সুবিধার বিষয় হল এক ছাতার তলায় এই সমস্ত পরিষেবা পান রাজ্যের বাসিন্দারা৷ ২০২০ সালের ১ ডিসেম্বর, এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে।

আরও পড়ুন-অমরত্ব পেয়ে গেলেন মেসি

সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মোট ছ’টি আলাদা সময়ের শিবির কর্মসূচি আয়োজিত হয়েছে৷ রাজ্যের মোট ৬.৬ কোটি মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে৷ রাজ্যজুড়ে আয়োজিত হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার শিবির৷ দুয়ারে সরকার পোর্টালের মধ্যমে এর উপর নজরদারি করা সম্ভব৷ প্রসঙ্গত দুয়ারে সরকারের জন্য একটি আলাদা অ্যাপও তৈরী হয়েছে।

Latest article