প্রতিবেদন : প্রত্যাশা ছিলই, আর সেই প্রত্যাশাকে সত্যি করে ফের বাজিমাত ওপেনহাইমারের। বিগত কয়েকমাসেই চলচ্চিত্র জগতের বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে সমাদৃত হয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবি। পেয়েছে একাধিক সম্মানও। এবার ৯৬-তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscars 2024) মঞ্চেও জয়জয়কার লোলানের বিশেষ সৃষ্টির। রবিবার (ভারতীয় সময় অনুসারে সোমবার সকাল) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অস্কারের মঞ্চে ৭টি বিভাগে পুরস্কৃত হল ওপেনহাইমার। এদিন সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক ক্রিস্টোফার নোলান। এর আগে একাধিকবার মনোনয়ন পেলেও এই প্রথম পরিচালক হিসেবে অস্কার জিতলেন বিশিষ্ট এই চিত্র পরিচালক। গত বছর জুলাই মাসে ভারতে মুক্তি পাওয়ার পরই দেশের বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে দেয় ওপেনহাইমার। ছবি ঘিরে প্রচুর বিতর্ক সৃষ্টি হলেও, শেষমেশ শেষ হাসি হাসলেন পরিচালক নোলানই। চলতি বছরে অস্কারে মোট ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ওপেনহাইমার। তার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক-সহ মোট ৭ বিভাগে জয় ছিনিয়ে নিয়েছে এই ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার লস অ্যালামস ল্যাবরেটরির অধিকর্তা ছিলেন পদার্থবিদ ও পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমার। তাঁর জীবনী ও ‘ম্যানহাটান প্রোজেক্ট’-এ তাঁর ভূমিকা নিয়েই ছবি বানিয়েছেন পরিচালক নোলান। ছবি প্রকাশের পর থেকেই জনগণের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আর সে-কারণেই এই সম্মান যে আগে থেকেই প্রত্যাশিত ছিল তা বলাই চলে। চলতি বছরে অস্কারের মঞ্চে সেরা ছবির দৌড়ে ওপেনহাইমার ছাড়াও বার্বি, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, অ্যানাটমি অফ আ ফল, ‘মায়েস্ত্রো’-সহ বেশ কিছু ছবি জায়গা করে নিয়েছিল। তবে সবাইকে পিছনে ফেলে শেষ হাসি হেসেছে ওপেনহাইমারই। এদিন অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠে নোলান বলেন, সিনেমার ইতিহাস মাত্র একশো বছরের কিছু বেশি। এর পর কী হবে, আমি জানি না। কিন্তু আমি যে তার অর্থপূর্ণ অংশ, সেই উপলব্ধি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।’’ অন্যদিকে, পৃথিবীতে শান্তির বার্তার উপর জোর দেন সেরা অভিনেতার পুরস্কার জেতা কিলিয়ান। তিনি মনে করিয়ে দেন, যে মানুষটা পরমাণু বোমার আবিষ্কারক, আমরা তাঁর বায়োপিক তৈরি করেছি। ভাল হোক বা খারাপ, আমরা সেই জগতেই বাস করছি, যাঁরা বিশ্বশান্তির জন্য কাজ করছেন। এই পুরস্কার (Oscars 2024) আমি তাঁদের উৎসর্গ করছি।’’ এছাড়াও, সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন ছবির ডিওপি হোয়তে ভ্যান হোয়েতেমা। পাশাপাশি সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন জেনিফার লেম ও সেরা মৌলিক সুরের জন্য পুরস্কৃত হয়েছেন সুরকার লুডভিগ গোরানসানও।
এবার পরিচালক হিসেবেও অস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান
অ্যাকাডেমি-মঞ্চে সেরার শিরোপায় ওপেনহাইমার