সংবাদদাতা, নন্দীগ্রাম : গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির দরজার ধাক্কায় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। পরে সিআইডি এ নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের জেরে এবার প্রত্যক্ষদর্শী পাঁচ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে ভবানীভবনে ডেকে বয়ান নথিভুক্ত করল সিআইডি।
আরও পড়ুন :সাতদিনই খোলা পুরসভা
এই পাঁচ তৃণমূল কংগ্রেস নেতা হলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ মাইতি, দলের বুথ সভাপতি প্রত্যুষকুমার মাইতি, বিরুলিয়া বাজার এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অণিমা হাইতের স্বামী মধুসূদন হাইত, ব্লক যুব তৃণমূল সভাপতি রবীন জানা এবং দলের অঞ্চল কমিটির সম্পাদক সৌমেন মিশ্র। সোমবার কলকাতায় গিয়ে তাঁরা সিআইডিকে বয়ান দেন। ১০ মার্চ নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিরুলিয়া মোড়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরুলিয়া মোড়ে মাইতি মিষ্টান্ন ভাণ্ডারের ফ্রিজ থেকে বরফ নিয়ে পায়ের প্রাথমিক শুশ্রূষা করা হয়েছিল। ৩১ অগাস্ট এবং ৯ সেপ্টেম্বর সেই ঘটনাস্থলেই তদন্তে গিয়েছিল সিআইডি।