প্রতিবেদন: রাজ্যে কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের গণ্ডি ৬ হাজারের গণ্ডি ছাড়াল। সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন রবিবার দুপুরে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আর কোনটা খোলা থাকবে। গ্রাহকের হিসেবে কোথায় কী ধরনের নিয়ন্ত্রণ জারি থাকবে তা-ও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুন-শহরে ১১ রাস্তায় কনটেইনমেন্ট জোন
এদিন নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। রাত ১০টা থেকেই চালু হচ্ছে নৈশকালীন বিধিনিষেধ। শপিংমল, সিনেমা এবং থিয়েটার হলও খোলা থাকবে। তবে এক্ষেত্রেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন সব জায়গাতে। সিনেমা, থিয়েটার হল খোলা রাখা যাবে রাত দশটা পর্যন্ত। আর শপিংমল খোলা রাখা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত। সেই সঙ্গে মাস্ক পরার ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি নৈশকালীন বিধিনিষেধ জারি থাকবে।
ট্রেন ও মেট্রো চলাচলের উপরও জারি হয়েছে বিধিনিষেধ। নির্দেশিকায় বলা হয়েছে, করোনাবিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। এর সঙ্গেই সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধিনিষেধ বলবৎ করা হয়েছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…