প্রতিবেদন : রেলের বেসরকারীকরণের দিকে আরও একটা ধাপ? এবারে সিনেমার প্রচার বা যে কোনওরকমের বাণিজ্যিক অনুষ্ঠানে মেট্রো (Metro) স্টেশন ব্যবহারের অনুমতি মিলবে। অবশ্যই অর্থের বিনিময়ে। বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে। স্টেশন চত্বরে মিলতে পারে কিয়স্ক খোলার অনুমতিও। তবে অবশ্যই শর্ত মেনে। কী শর্ত? কিয়স্কের জন্য সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে ২০ বর্গফুট জায়গা। দ্বিতীয়ত, দমদম স্টেশনে কিয়স্ক খোলার অনুমতি দেওয়া হবে না। কিয়স্কের জন্য টাকা দিতে হবে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক চুক্তির ভিত্তিতে। তবে স্টেশন চত্বরকে কোনওরকম বাণিজ্যিক কাজে ব্যবহারের সময় যাত্রীসাধারণের কোনও অসুবিধে করা চলবে না। কিন্তু প্রশ্নটা উঠছে এই জায়গাতেই। বাণিজ্যিক কারণে মেট্রো (Metro) স্টেশনকে ব্যবহার করতে দেওয়া হলে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা বিঘ্নিত হবে না তো? মেট্রোর যুক্তি, আয় বাড়ানোর জন্যই এই পন্থা। কিন্তু রেলকর্মীদের আশঙ্কা, এর নেপথ্যে রয়েছে বেসরকারীকরণের অঙ্ক।
আরও পড়ুন: এক বাসে এবার শিলিগুড়ি থেকে কাঠমান্ডু