হানাদারদের হামলা, দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় সিআইএসএফ

Must read

সংসদের নিরাপত্তা ভেঙে হানাদারদের হামলা। দায়িত্বজ্ঞানহীন দিল্লি পুলিশকে সরিয়ে এবার সংসদের নিরাপত্তায় সিআইএসএফ (Parliament- CISF) বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সংসদের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবেন সিআইএসএফ আধিকারিকরা। এরপর এই ভবনের নিরাপত্তা থেকে দিল্লি পুলিশকে পুরোপুরি সরিয়ে দিয়ে মোতায়েন করা হবে সিআইএসএফ জওয়ানদের।

সংসদের (Parliament- CISF) নিরাপত্তা বেষ্টনী ভেঙে গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামে দুই যুবক। সেই মুহূর্তে সংসদের ভেতরেও দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকে। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভবনের নিরাপত্তা নিয়ে। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।

আরও পড়ুন: সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে দিল্লির বুকে মিছিল ‘ইন্ডিয়া’র, কালই যন্তরমন্তরে ধর্না বিরোধীদের

এদিকে সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় মাত্র ৪ দিনে ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এই ইস্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এহেন অবস্থার মাঝে এবার ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় বহাল করা হচ্ছে সিআইএসএফকে। প্রসঙ্গত, বর্তমানে সরকারি মন্ত্রকের পাশাপাশি, বিমান বন্দর, দিল্লি মেট্রোর নিরাপত্তায় বহাল রয়েছে এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CISF।

Latest article