বঙ্গ

সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট মূল লক্ষ্য, পাড়ায়-পাড়ায় সমাধান, বাংলা জুড়ে জনসংযোগ

প্রতিবেদন : সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না তা খতিয়ে দেখতে এবার মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে প্রশাসন। এজন্য রাজ্য স্তর ও জেলায় জেলায় বিশেষ জনসংযোগ ইউনিট তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ‘সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট’ নামে এই বিভাগ সরাসরি সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সরকারের কাজকর্ম ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তাঁদের মনোভাব, চাহিদা, অভাব- অভিযোগ এই সবেরই তত্ত্বতালাশ করবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। এলাকায় গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শুনে তার নিষ্পত্তি করার জন্য পাড়ায় সমাধান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের নিজস্ব জনসংযোগ ইউনিট তৈরির এই ভাবনা এরই পরবর্তী ধাপ বলে প্রশাসনিক মহলের অভিমত।

আরও পড়ুন-সুষ্ঠু পঞ্চায়েত ভোটের দায়িত্ব জেলা নেতৃত্বের, পশ্চিম বর্ধমান, তমলুক, কাঁথি সাংগঠনিক জেলার বৈঠকে অভিষেক

জানা গিয়েছে, কেন্দ্রীয়ভাবে ও জেলায় জেলায় এই ইউনিট তৈরির ব্যপারে সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। একজন দক্ষ আইএস অফিসারকে কেন্দ্রীয়ভাবে এই ইউনিটের দায়িত্বে রাখার কথা ভাবা হচ্ছে। জেলা থেকে ব্লক স্তরে আলাদা আলাদা ভাবে জনসংযোগ ইউনিট তৈরি করা হবে। সামগ্রিক ভাবে প্রশাসনের কাজকে স্বচ্ছ ও মসৃণ করে তোলার পাশাপাশি সরকারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরও মজবুত করাই এর উদ্দেশ্য।

আরও পড়ুন-বিজেপি যোগ, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে অপসারিত সুবল ভৌমিক

মূলত সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছেন? অভিযোগ জানানোর পর আদৌ কাজ হচ্ছে কি না, সেই সংক্রান্ত তথ্য জানতে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। শুধু পৌঁছনোই নয়, সঙ্গে সঙ্গে যাতে সমাধানসূত্র বেরিয়ে যায় সেই বিষয়েও বিশেষভাবে উদ্যোগ নেবে এই ইউনিট। তবে গোটা ইউনিটে কীভাবে কাজ হবে, কী উপায়ে তাঁরা পরিচালনা করবেন, বিস্তারিত শীঘ্রই গাইডলাইন আকারে জেলাগুলিকে জানাতে পারে নবান্ন বলেই সূত্রের খবর। আগামী বছরের শুরুর দিকে এই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনের আগেও কয়েক দফা দুয়ারে সরকারের পরিকল্পনাও নিতে চলেছে রাজ্য।

আরও পড়ুন-ইউএস ওপেনে নেই সানিয়া, অবসর নিয়েও মত পরিবর্তন

সেক্ষেত্রে যাতে সামাজিক প্রকল্পগুলি পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছ ব্যবস্থা বজায় থাকে তার জন্যই এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে। দুর্নীতি বা স্বজনপোষণ থাকলে এফআইআর করার পর্যন্ত নির্দেশ দিয়েছে রাজ্যে পঞ্চায়েত দফতর। শুধু এখানেই ক্ষান্ত থাকেনি রাজ্য, প্রয়োজনে টাকা তোলারও নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, সামগ্রিকভাবে প্রশাসনিক স্তরে যাতে কোনওরকম দুর্নীতি বা স্বজনপোষণ না থাকে তার জন্য একাধিক স্বচ্ছ ভাবনা নিয়ে আসতে চাইছে রাজ্য। তারই অঙ্গ হিসাবে এই নয়া ইউনিট তৈরির পরিকল্পনা নবান্নের।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago