প্রতিবেদন : দেশের বিচারব্যবস্থা সম্রাটের শাসনের মতো নয়। গণতন্ত্রের পথে চলার জন্য আলোচনার জায়গা তৈরি করে বিচারব্যবস্থাই। বিশ্বমঞ্চে বক্তব্য দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud)। ব্রাজিলে জি-২০ সদস্য দেশগুলির সর্বোচ্চ আদালত ও সাংবিধানিক আদালতের শীর্ষ পদস্থদের সম্মেলনে ভারতের গণতন্ত্রে বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসার দাবিও করেন প্রধান বিচারপতি। রিও ডি জেনিরেতো অনুষ্ঠিত জে-২০ দেশগুলির প্রধান বিচারপতিরা অংশ নিয়েছেন এই সম্মেলনে। সেখানেই ভারতের বিচারব্যবস্থার বিবর্তনের বার্তা তুলে ধরেন চন্দ্রচূড়। সেইসঙ্গে স্মরণ করিয়ে দেন ভারতের বিচারপতিদের কর্তব্য ও দায়িত্বের কথা। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এদেশেও বিচারব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের ব্যবহারের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি।
করোনা অতিমারি উল্লেখ করে দেশের বিচারব্যবস্থা বিবর্তনের প্রসঙ্গে চন্দ্রচূড় (CJI DY Chandrachud) বলেন, আমাদের আদালতগুলিকে সম্রাটের চাপিয়ে দেওয়া ব্যবস্থার পরিবর্তে আবার আলোচনা করার গণতান্ত্রিক ব্যবস্থা হিসাব মানুষ ভাবতে শুরু করেছেন। আদালতগুলি আর সামান্য অস্বচ্ছ জাগতিক ব্যবস্থায় সীমাবদ্ধ নেই। বিচারক হিসাবে, আমরা কোনও রাজপুত্রও নই কোনও সার্বভৌম শাসক নই যেখানে আমাদের নিজেদের ব্যাখ্যা করার প্রয়োজন থাকবে না। আমরা পরিষেবা প্রদানকারী, এবং অধিকারের স্বীকৃতি দেওয়ার সংগঠনকে সক্ষমতাদানকারী।