কমল মজুমদার, জঙ্গিপুর : করোনার জন্য প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় কেউ লেগে পড়েছিল বিভিন্ন কাজে, কিছু শিক্ষার্থীর বিয়েও হয়ে গিয়েছে। তবে সরকার ফের স্কুল খুলতে উদ্যোগী হলেও বেশ কিছু শিক্ষক–অশিক্ষক কর্মী–সহ পড়ুয়ারা আক্রান্ত হলে তা বন্ধ হয়ে যায়। তাই স্কুলছুট রুখতে এবার খোলামাঠেই ক্লাসের ব্যবস্থা করলেন শিক্ষক–শিক্ষিকারা (Class at open field)।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল উচ্চ বিদ্যালয়ে। এ বছর নতুন করে স্কুল খুলতেই লক্ষ্য করা যায়, প্রায় ২১০ জন ছাত্রছাত্রীর হদিশ নেই। এর মধ্যে একশোরও উপর ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। ১১ জন ছাত্রীর বিয়ে হয়ে গিয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ মুক্তস্থানে করোনাবিধি মেনে পঠনপাঠনের আয়োজন করে (Class at open field)।
আরও পড়ুন – সল্টলেকে ডাকাতির ঘটনায় ধৃত ১
৫০ শতাংশ শিক্ষকের উপস্থিতিতে প্রতিদিন চারটি করে বিষয় পড়ানো হচ্ছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য মঙ্গল ও বৃহস্পতি এবং অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য সোম, বুধ, শুক্রবারকে বেছে নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা জানান, তাঁরা আশা করছেন, দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ থাকায় যে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছিল, তা তাঁরা এই উদ্যোগের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনতে পারবেন। সঙ্গে অনেক কম বয়স পড়ুয়ার বিয়ে আটকাতে পেরেছেন। এদিকে খোলামাঠে পঠনপাঠনের সুযোগ পেয়ে খুবই আনন্দিত ছাত্রছাত্রীরা।