প্রতিবেদন : ১২ ফেব্রুয়ারি হস্টেলের সাততলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিলেন আইআইটি মুম্বইয়ের ছাত্র দর্শন সোলাঙ্কি। দর্শনের আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল আইআইটি ক্যাম্পাস। অভিযোগ উঠেছিল, জাতি বৈষম্যের কারণেই দর্শন আত্মহত্যা করেছেন। ওই ঘটনার একমাসেরও বেশি পর দর্শনের ঘর থেকে উদ্ধার হল একটি সুইসাইড নোট। ওই চিঠিতে দর্শন তাঁর মৃত্যুর জন্য এক সহপাঠীকে দায়ী করে গিয়েছেন।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথীর সমাধান
গত মাসে দর্শনের মৃত্যুর পর অবশ্য কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম দর্শনের ঘরে তদন্ত করতে গিয়ে ওই সুইসাইড নোট উদ্ধার করে। তাতে লেখা ছিল আর্মান আমাকে মেরেছে। এই আর্মান ইকবাল খাতরি দর্শনের সহপাঠী বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দর্শনের মৃত্যুর পর তাঁর পরিবার অভিযোগ করেছিল, প্রতিদিনই তাঁদের ছেলের উপর চরম মানসিক অত্যাচার করা হয়েছে। নিচু জাতি হওয়ার কারণে বন্ধুরা অনেকেই তাঁর সঙ্গে কথা বলত না। কেউ কেউ রীতিমতো জাতপাত নিয়ে কটাক্ষ করত। ওই ঘটনায় পরিবারের তরফে আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করা হয়েছে।