সোহিনী সাউ: টি-২০ র দাপটে বিশ্বজুড়ে শোচনীয় হাল টেস্ট ক্রিকেটের। হেনরিখ ক্লাসেনের মতো মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলা লোকও অকালে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যা নিয়ে তোলপাড় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ক্লাইভ লয়েডকে (Clive lloyd) ছোট ফরম্যাটের এই দাদাগিরি বিন্দুমাত্র ছুঁতে পারেনি। তিনি বলে দিলেন, ‘‘আমি এখনও টেস্ট ম্যাচ ম্যান। আমার কাছে এটাই সেরা। টেস্ট ম্যাচ হল এগজামিনেশন। আর টি-২০ ক্রিকেট হল এগজিবিশন।’’ শনিবার সন্ধ্যায় আট বছর পর ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লয়েড (Clive lloyd)। সিএবির কর্তারা বিশ্ব ক্রিকেটের ‘বিগ ক্যাট’-কে স্মারক, ব্লেজার উপহার দিয়ে বরণ করে নেন। তারপর টক শোয়ে বক্তব্য রাখতে গিয়ে টি-২০ ক্রিকেটকে একহাত নিলেন লয়েড। তিনি বলেন, ‘‘আমি টি-২০ ফরম্যাটের বিরোধিতা করছি না। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার অনুরোধ করছি। ক্রিকেট বোর্ডগুলি দুই ম্যাচের সিরিজ না করে তিন বা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করুক। এখনকার উঠতি ক্রিকেটারদের বুঝতে হবে দেশ আগে, ক্লাব নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঠিক এই কারণেই ডুবছে। তবে আমার বিশ্বাস, ওরা ফিরবে। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অর্থকষ্টে ভুগছে। আইসিসি দ্বিচারিতা বন্ধ করে সবাইকে সমান লভ্যাংশ দিক।’’
আরও পড়ুন- তৃণমূলনেত্রীর প্রস্তাবেই সায়, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হলেন খাড়্গে