তৃণমূলনেত্রীর প্রস্তাবেই সায়, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হলেন খাড়্গে

Must read

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল আগেই। তাতেই আনুষ্ঠানিক সিলমোহর পড়ল শনিবার। এদিন বিরোধী ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) বিরোধী জোটের চেয়ারপার্সন হিসাবে মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকেই মান্যতা দিলেন অন্য দলের নেতারাও। তৃণমূলনেত্রী আগেই প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সভাপতি তথা প্রবীণ দলিত নেতা খাড়্গেকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হোক। কার্যত সেই পথে হেঁটেই খাড়্গেকে বিরোধী জোটের চেয়ারপার্সন ঘোষণা করা হল শনিবার। আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম এই পদের জন্য উঠে এলেও শেষপর্যন্ত শনিবার জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই (Mallikarjun Kharge) চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তাৎপর্যপূর্ণভাবে তাতে সায় দেন নীতীশ কুমারও। শনিবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস সভাপতির নামই প্রস্তাব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তবে এদিনের বৈঠকে আসন ভাগাভাগির বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, আম আদমি পার্টির সঙ্গে শুক্রবার রাতে কংগ্রেসের দ্বিতীয় দফার বৈঠকে আসন সমঝোতা সংক্রান্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে আপ সূত্রে জানা গিয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে খবর। পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে শনিবার ইন্ডিয়ার বৈঠকে উপস্থিত থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- নথি আমাদের কাছেও আছে, জবাব দেবে মানুষ

Latest article