চাকরির অফার পায়নি আইআইটির কমপক্ষে ৩৮% বিদায়ী পড়ুয়া

স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগেই প্রকাশ্যে এল আইআইটি-র পড়ুয়াদের এমন দশার খবর। চাকরির প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্রের বিজেপির অস্বস্তি এখন তুঙ্গে।

Must read

প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তব নির্মমতার চূড়ান্ত নিদর্শন। দেশজুড়ে শিক্ষাব্যবস্থা ও ছাত্রদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। নির্দ্বিধায় দায় এড়াচ্ছে কেন্দ্র। নিয়ম অনুযায়ী, আইআইটি (IIT), আইআইএমের মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়ারা চাকরির অফার পেয়ে যায় শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই। তবে ক্রমশ আছড়ে পড়ছে চাকরির আকাল। অনেক আগেই বেশ কিছু ক্যাম্পাসে এই নিয়মের ব্যতিক্রম হতে শুরু করেছিল।

আরও পড়ুন-ভাঙড়ে নাম না করে আইএসএফ বিধায়ক নওশাদকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দেশের ২৩টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি’র চূড়ান্ত বর্ষের যে পড়ুয়াদের কোর্স শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল তাদের ৩৮ শতাংশ এখনও কোনরকম চাকরির অফার পায়নি। সংখ্যায় হিসেবে করলে সেটা দাঁড়াচ্ছে সাত হাজার। বছর দুই আগে যদিও এই সংখ্যাটা অর্ধেকেরও কম ছিল। এক শীর্ষকর্তা এই মর্মে জানিয়েছেন, চেষ্টা চালিয়েও কমপক্ষে চারশো পড়ুয়ার জন্য এখনও কোনও চাকরির ব্যবস্থা করা যায়নি। সমস্যার সমাধানের চেষ্টা চলছে। বিশ্বজুড়ে থাকা প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইআইটি বম্বেতে এই বছর সংখ্যাটা ২৫০। চাকরি তো দূর, পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন মন্দা আগে কোনদিন দেখা যায়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন-রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের

স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগেই প্রকাশ্যে এল আইআইটি-র পড়ুয়াদের এমন দশার খবর। চাকরির প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্রের বিজেপির অস্বস্তি এখন তুঙ্গে।

 

Latest article