রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের

কোথায় ল্যান্ডফল (Landfall) হবে সে নিয়েও বার্তা দিল হাওয়া অফিস। ভোটের মধ্যে দুর্যোগের সম্ভাবনা আরও অনেকটাই বেড়ে গেল।

Must read

আজ, বৃহস্পতিবার আবহাওয়া দফতর তরফে খবর, শনিবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Remal)। কোথায় ল্যান্ডফল (Landfall) হবে সে নিয়েও বার্তা দিল হাওয়া অফিস। ভোটের মধ্যে দুর্যোগের সম্ভাবনা আরও অনেকটাই বেড়ে গেল।

আরও পড়ুন-ভাঙড়ে নাম না করে আইএসএফ বিধায়ক নওশাদকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা ভোটের বাকি দুই দফা। আগামী দুই শনিবার রয়েছে ভোট, তারপর ৪ জুন হতে চলেছে ভোটগণনা। এরই মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাজুড়ে। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এই ঘূর্ণিঝড় সংক্রান্ত বিষয়ে জানান, শুক্রবার সকালে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখান থেকে বেশ কিছুটা উত্তর-পূর্বে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। শনিবার সকালে এটি অবস্থান করবে মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে। আগামী ২৬ তারিখ রবিবারই সেটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আছড়ে পড়তে পারে। এই সময়ে হাওয়ার গতিবেগ হবে ১০০ কিলোমিটার! রবিবারের আগেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৬ তারিখে ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝড় হতে পারে। হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে ২৭ তারিখে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারে বেগে ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন-‘কোলের ছেলে’ হিরণকে নিয়ে এবার গদ্দারকে তুলোধনা দেবের

শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ২৩ তারিখ থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Latest article