নেপালে বাস দুর্ঘটনা, দুই ভারতীয়-সহ মৃত ১২ যাত্রী

Must read

প্রতিবেদন: ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে (Nepal Bus Accident)। শুক্রবার গভীর রাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে নদীতে পড়ে যায় একটি যাত্রিবাহী বাস। নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলার এই দুর্ঘটনায় দুই ভারতীয়-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। গুরুতর আহত অবস্থায় বাসের বাকি ২২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। তারপরই ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায় (Nepal Bus Accident)। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। নিহত দুই ভারতীয় যাত্রীর নাম যোগেন্দ্র রাম (৬৭) এবং মুনে (৩১)। প্রথম জন বিহারের বাসিন্দা, দ্বিতীয় জন উত্তরপ্রদেশের।

আরও পড়ুন- তৃণমূলনেত্রীর প্রস্তাবেই সায়, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হলেন খাড়্গে

Latest article