আইপিএলে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান

অতীতে আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর সমাপ্তি অনুষ্ঠানও সবার নজর কাড়ত। কিন্তু কোভিডের জন্য সব বন্ধ হয়ে যায়।

Must read

মুম্বই, ১৬ এপ্রিল : উদ্বোধনী অনুষ্ঠান না হলেও আইপিএলে এবার সমাপ্তি অনুষ্ঠান থাকছে। বিসিসিআই ইতিমধ্যেই টেন্ডারের মাধ্যমে নামী কোম্পানিগুলির কাছে এই অনুষ্ঠানের বিডের আমন্ত্রণ জানিয়েছে।
পঞ্চদশ আইপিএলের উদ্বোধনে কোনও অনুষ্ঠান হয়নি। কিন্তু এখন কোভিড পরিস্থিতি অনেকটা ভাল দেখে সমাপ্তি অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে। আমেদাবাদে ২৯ মে আইপিএল ফাইনাল। সেদিনই জমকালো সমাপ্তি অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে। শনিবার বিসিসিআই নোটিশে বিভিন্ন সংস্থার কাছে বিডের আমন্ত্রণ জানিয়েছে। ইচ্ছুক সংস্থাগুলিকে এক লাখ টাকা দিয়ে রিকোয়েস্ট প্রোপোজাল কিনতে হবে।
বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, আমেদাবাদে ফাইনালের পর সমাপ্তি অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। আইপিএলে রং ফেরাতেই এই উদ্যোগ বলে সূত্রটি আরও জানিয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে টেন্ডার গৃহীত হওয়ার পর সংস্থাগুলিকে আরও কিছু শর্ত মানতে হবে পরবর্তী ধাপে।

আরও পড়ুন-নিলামের ফল ভুগছে মুম্বই, দাবি ওয়াটসনের

অতীতে আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর সমাপ্তি অনুষ্ঠানও সবার নজর কাড়ত। কিন্তু কোভিডের জন্য সব বন্ধ হয়ে যায়। আইপিএলকে মরুদেশেও নিয়ে যেতে হয়েছিল অতিমারির জন্য। এখন অবশ্য অবস্থা অনেকটা ভাল।
এদিকে, আইপিএল ফাইনাল দেখতে বিভিন্ন বোর্ডের কর্তাদের মতো আমেদাবাদে আসছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারাও। বোর্ড সচিব জয় শাহ বলেছেন, এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার মতো পরিস্থিতি আছে কি না তা নিয়ে তখন তাঁদের সঙ্গে আলোচনা হবে।

Latest article