নতুন দার্জিলিং গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : নতুন দার্জিলিং তৈরির ভাবনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, আমরা নতুন দার্জিলিং করার কথা ভাবছি। এখন বড়-বড় পাঁচতারা হোটেল হয়েছে। দার্জিলিংয়ে এখন থাকার জায়গা নেই। সেই কারণে প্রত্যেক চা-বাগানকে পরামর্শ দেওয়া হয়েছে চা-বাগানের ১৫ শতাংশ জমিতে হোটেল, রিসর্ট তৈরি করার জন্য। এতে স্থানীয় লোকজন কাজও পাবে, লোকজন এসে থাকার জায়গাও পাবে। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এখন বাংলায় এত কিছু করা হয়েছে যে বাংলার বাইরে আর যাওয়ার দরকার নেই। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সংরক্ষণ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ও করা হয়েছে বলে জানালেন তিনি। শুধু তা-ই নয়, গাজলডোবায় রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন যে ঢেলে সাজানো হয়েছে, সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের অফবিট পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল লামাহাট্টা। যাঁরা দার্জিলিং শহরের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাঁদের কাছে অন্যতম পছন্দের জায়গা লামাহাট্টা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের এক অনন্য সৌন্দর্য দেখা যায় লামাহাট্টায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামের উদ্বোধনে গিয়ে লামাহাট্টার সেই অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বেলুড় মঠে রাজ্যপাল

Latest article