ফের বিজেপি ক্ষমতায় এলে গ্যাসের দাম হবে ২০০০! মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Must read

মোদি সরকারের (Modi Government- Mamata Banerjee) আমলে মূল্যবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া। ফের ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ২হাজার টাকা হবে। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে এই আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্যাসের দাম থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Modi Government- Mamata Banerjee) বলেন, “নির্বাচন এলে দিল্লির বাবুরা বড়-বড় কথা বলে। কিছু গরির লোককে লুকিয়ে-লুকিয়ে উজালা দিচ্ছে আবার। এ বার আবার যদি ওরা জিতে যায় গ্যাসের দাম ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকা করে দেবে। আবার সেই ঘুঁটে দিতে হবে। আমাদের বাংলাকে ওরা ভালবাসে না। ওরা আদিবাসীদের ভালবাসে না।“

আরও পড়ুন- যোগীর হাতে রক্ত! উত্তরপ্রদেশে দুই নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় তোপ তৃণমূলের

এ দিনের সভা থেকে নাগরিকত্ব নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন বাংলা মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, “আধার কার্ড কেন কেড়ে নেওয়া হল? আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা দেব৷ আমরা কারোর থেকে অধিকার কেড়ে নিতে দেব না। নির্বাচন এলেই এরা বলে সিএএ করবে। বিজেপি হয়ে থাকতে হবে। এইগুলো সব ছলনা মনে রাখবেন। এনআরসি-র নাম করে ডিটেনশন ক্যাম্প করে মানুষকে তাড়িতে দেবে। আমরা মানুষকে তাড়াতে দেব না।“

মুখ্যমন্ত্রী আরও জানান, “ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। আর্চারিতে এখানে খুব ভালো করেছে। আমার বিশ্বাস এক দিন তারা অলিম্পিক জয় করবে। আদিবাসী উন্নয়ন দফতর নতুন করে তৈরি করেছি। ঝাড়গ্রাম, কালিম্পং আরও ২টো নতুন করে আদিবাসী ভবন হবে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন করা হয়েছে।“

Latest article