মণিপুরে ধসে মৃত্যু দার্জিলিংয়ের ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

মণিপুরে ধসে (Manipur Landslide) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। নিহতদের মধ্যে ৯ জন জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা বলেই জানা গিয়েছে‌। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: বিধানসভায় বিধান রায়ের জন্মদিবস পালন: গরহাজির বিজেপি, কটাক্ষ অধ্যক্ষের

ট্যুইট করে মুখ্যমন্ত্রী (Manipur Landslide- Mamata Banerjee) লিখেছেন, “মণিপুর ভূমিধসে নিহতের মধ্যে দার্জিলিং পাহাড়ের নয়জন জওয়ান (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) রয়েছে জেনে হতবাক। জওয়ানদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বুধবার গভীর রাতে মণিপুরের টুপুলে নির্মীয়মাণ রেল স্টেশনের কাছে ভয়াবহ ধস নামে। সেখানেই কাজ করছিলেন ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্বর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে পড়েন একাধিক জওয়ান। এখনও পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

Latest article