পরিচালক গৌতম হালদারের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত চিত্র পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গৌতম হালদারের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Gautam Halder- Mamata Banerjee)। চিত্র পরিচালকের প্রয়াণে শোকের ছায়া বাংলার নাট্যজগতে।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Gautam Halder- Mamata Banerjee) লিখেছেন, “বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“

আজ HB 224 সল্ট লেক হার্ট ক্লিনিকের পাশেই সন্ধে ৬টায় গৌতম হালদারকে নিয়ে আসা হবে। তারপর বাগবাজার পুরানো বাড়ি হয়ে কাশি মিত্র ঘাটে শেষ কৃত্য হবে। বিদ্যা বালন আমান আলি খান-সহ বহু বিশিষ্ট নাট্যকার অভিনয় জগতের মানুষরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি, এখন কোথায় কেন্দ্রের পরিবেশমন্ত্রী? খোঁচা আপের

বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’ এর পরিচালক ছিলেন গৌতম হালদার। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। গৌতম হালদার রাখি গুলজারকে নিয়ে ছবি তৈরি করেছিলেন ‘নির্বাণ’। একইসঙ্গে তাঁর ‘রক্তকরবী’ নাটক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল।

Latest article