না ফেরার দেশে সংগীতশিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ভোরে কলকাতায় নিজের বাড়িতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সংগীতশিল্পী সুমিত্রা সেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের (Sumitra Sen) প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।”
আরও পড়ুন- প্রয়াত সংগীতশিল্পী সুমিত্রা সেন
সংগীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”। বিগত কয়েকদিন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা সেন। ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোমবার সকালে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। মঙ্গলবার ভোরেই তিনি মারা যান।