আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় বাংলার মেয়ের, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Must read

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় বাংলার মেয়ে প্রণতি নায়েকের। দিন কয়েক আগে হাঙ্গেরির বিশ্ব চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ পদক জয় করেছেন করেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে। হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে ভল্ট ফাইনালে প্রণতি স্কোর ১২.৯৬৬। এরপরই একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে থাকে তাঁর কাছে। মঙ্গলবার প্রণতিকে (Pranati Nayak) অভিনন্দন জানালেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (CM Mamata Banerjee)।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,” পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত বিশ্বকাপ চ্যালেঞ্জ ২০২৩-এ ব্রোঞ্জ পদক জয় করেছেন। এতে আমরা গর্বিত। এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন প্রণতিকে। আমাদের ক্রীড়াবিদরা এই ধরনের অসাধারণ পারফরম্যান্স দিয়ে ভারতকে গর্বিত এবং আশাবাদী করে তুলছে।”

আসন্ন হাংঝাউ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak)। তার আগে এই পদক প্রণতিকে উৎসাহ জোগাবে। উল্লেখ্য, হাঙ্গেরির জোম্বাথেলেতে বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। প্রথম স্থানে ছিলেন হাঙ্গেরির গ্রেটা মায়ার। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে ছিলেন চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা। ১২.৯৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

আরও পড়ুন- পুজোয় যাত্রীদের ভিড় সামলাতে প্রায় তিনশো নতুন বাস কিনছে রাজ্য

Latest article