কেরলে ফের নিপা ভাইরাস আতঙ্ক, মৃত ২

Must read

ফের কেরলে মাথাচাড়া দিচ্ছে নিপা ভাইরাস (Kerala- Nipah virus)। কোঝিকোড়ে দুই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর তার থেকেই ছড়িয়েছে আতঙ্ক। মৃতদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করার পরেই বাকি যারা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই নিপা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে কেরল সরকার।

জানা গিয়েছে, বর্তমানে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে আরও চারজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩জনই শিশু। সকলেরই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে তাঁদের ওপর নজরদারি চালাচ্ছে। এর আগেও কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল ২০১৮ এবং ২০২১ সালে। ২০১৮ সালে নিপা ভাইরাসের জেরে প্রাণ গিয়েছিল ২৩ জনের। ২০২১ সালে এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৮ জনের।

আরও পড়ুন- আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় বাংলার মেয়ের, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

জর মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথা, ঝিমুনি ভাব এবং শ্বাসকষ্টের মতো আরও একাধিক উপসর্গ রয়েছে নিপা ভাইরাসের আক্রান্তদের। এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কোঝিকোড়ে কন্ট্রোল রুম খুলেছে কেরল সরকার। এহেন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেরলবাসীকে (Kerala- Nipah virus) অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Latest article