টসের ৫ মিনিট আগে জানতে পারি খেলছি, অকপট রাহুল

Must read

কলম্বো, ১২ সেপ্টেম্বর : চার মাস পর ২২ গজে ফিরেই সেঞ্চুরি। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কে এল রাহুলের (KL Rahul) প্রশংসায় মুখর ক্রিকেট মহল। যদিও রাহুল জানাচ্ছেন, টস হওয়ার পাঁচ মিনিট আগে তিনি জানতে পেরেছিলেন যে, এই ম্যাচে তিনি খেলছেন!

আরও পড়ুন- আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় বাংলার মেয়ের, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর রোহিত শর্মা জানিয়েছিলেন, রাহুলের (KL Rahul) জন্য আমি সত্যিই খুশি। চোট সারিয়ে দলে ফিরেই দারুণ ব্যাট করল। অথচ টস হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে ওকে খেলার জন্য তৈরি হতে বলা হয়েছিল। আর রাহুল বলছেন, টস হওয়ার পাঁচ মিনিট আগে কোচ রাহুল দ্রাবিড় এসে আমাকে বলেন, শ্রেয়সের (আইয়ার) চোট। তুমি খেলছ। আমি জানতাম এই ম্যাচে আমাকে জল বইতে হবে। তাই যাবতীয় ক্রিকেটীয় সরঞ্জাম হোটেলে রেখে এসেছিলাম। এমনকী, ব্যাটিং টি-শার্টও আনিনি। শুধু একটা ফুলস্লিভ টি-শার্ট নিয়ে এসেছিলাম। ম্যানেজার ছুটে গিয়ে হোটেল থেকে আমার সব ক্রিকেটীয় সরঞ্জাম এনে দিয়েছিলেন।
তবে মাঠে নামার পর আর পিছন ফিরে তাকাননি রাহুল। শেষ পর্যন্ত ১০৬ বলে ১১১ রান করে নট আউট থাকেন তিনি। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটের জুটিতে বিরাট কোহলির সঙ্গে ১৯৪ বলে ২৩৩ রান যোগ করে ভারতের রানকে সাড়ে তিনশোয় পৌঁছে দিয়েছিলেন। রাহুল বলছেন, বিরাটের সঙ্গে জুটিটা দারুণ উপভোগ করেছি। ওর সঙ্গে ব্যাট করার সময় স্বস্তিতে থাকি। একদিনের ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান করে ফেলেছে বিরাট। কতবড় ক্রিকেটার, সেটা আমার বলার অপেক্ষা রাখে না।

Latest article