রোনাল্ডোকে ছাড়াই ৯ গোল দিল পর্তুগাল

Must read

লিসবন, ১২ সেপ্টেম্বর : পরপর দু’ম্যাচে হলুদ কার্ড দেখায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন না। তবুও ইউরোর বাছাই পর্বে লুক্সেমবার্গকে ৯-০ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল (Portugal)। যা পর্তুগিজ ফুটবল ইতিহাসের সবথেকে বড় ব্যবধানে জয়। দু’টি করে গোল করেন গনসালো ইনাসিও, গনসালো র‍্যামোস ও দিয়েগো জোতা দু’টি করে গোল করেন। একটি করে গোল ব্রুনো ফার্নান্ডেজ, রিকার্ডো হোর্তা ও জোয়াও ফেলিক্সের। টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রইল পর্তুগাল।

ম্যাচের ১২ মিনিটেই ইনাসিও গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল (Portugal)। ১৮ মিনিটে ২-০ করেন র‍্যামোস। এরপর বিরতির আগেই আরও দু’টি গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন র‍্যামোস ও ইনাসিও। দ্বিতীয়ার্ধে লুক্সেমবার্গের জালে আরও পাঁচবার বল জড়িয়েছেন পর্তুগিজরা। ৫৭ ও ৭৭ মিনিটে দু’টি গোল করেন জোতা। ৬৭ মিনিটে হোর্তার গোল। ফার্নান্ডেজ ও ফেলিক্স গোল করেন যথাক্রমে ৮৩ ও ৮৮ মিনিটে। এমন একটা ম্যাচ মিস করার জন্য রোনাল্ডো আফসোস করতেই পারেন।

আরও পড়ুন- টসের ৫ মিনিট আগে জানতে পারি খেলছি, অকপট রাহুল

রোনাল্ডোকে ছাড়াই এত বড় ব্যবধানে জয়। তাহলে জাতীয় দলে কি সিআর সেভেনের প্রয়োজন ফুরিয়েছে? পর্তুগিজ মিডফিল্ডার দানিলো পেরেরার জবাব, মোটেই নয়। ক্রিশ্চিয়ানো আমাদের নেতা। ও খেললেও ফল একই হত। ক্রিশ্চিয়ানো নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করত। এদিকে, ইউরোর বাছাই পর্বের অন্য একটি ম্যাচে ক্রোয়েশিয়া ১-০ গোলে হারিয়েছে আর্মেনিয়াকে। ওয়েলসের কাছে ০-২ গোলে হেরেছে লাটভিয়া। আইসল্যান্ড ১-০ গোলে হারিয়েছেন বসনিয়াকে।

Latest article