ডিজেল গাড়ি বন্ধের হুঁশিয়ারি

Must read

প্রতিবেদন : গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজেল চালিত (Diesel Car) গাড়ি উৎপাদন বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। আগামিদিনে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর চাপানোরও ইঙ্গিত দিলেন তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ডিজেল চালিত গাড়ি।
মঙ্গলবার দিল্লিতে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ (সিয়াম)-এর ৬৩তম বার্ষিক সম্মেলনে গড়করি জানান, ধাপে ধাপে বিদায় জানাতে হবে ডিজেল চালিত গাড়িকে (Diesel Car)। তাহলেই বায়ুদূষণের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে। ডিজেলকে বিপজ্জনক জ্বালানি বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভর করতে বাধ্য করছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতীয় গাড়ি প্রস্তুতকারকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে হয় তাহলে তাও সিদ্ধান্ত থেকে সরবে না সরকার। ডিজেল গাড়ির উপর ট্যাক্স বাড়ানো এবং নির্মাতারা তাদের উৎপাদন সীমিত না করলে তাদের বিক্রয়কে ‘আরও কঠিন’ করা ছাড়া সরকারের আর কোনও বিকল্প থাকবে না বলে মন্তব্য গড়করির। মন্ত্রী এদিন ‘দূষণ-কর’ বসানোর ইঙ্গিতও দেন।

আরও পড়ুন- কেরলে ফের নিপা ভাইরাস আতঙ্ক, মৃত ২

Latest article