দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি (Diwali)। কালীপুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: চোখের জটিল অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিন টুইটারে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, “মা কালী যেন আমাদের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।”
I extend my heartfelt greetings on the pious day of Kali Puja and Deepavali.
May Maa Kali give us all the strength to fight the forces of evil.
I pray that the festival of lights expels darkness from all our lives to usher in joy and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2022
সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে চলছে পুজো প্রস্তুতি। গত দু’বছর কোভিডের কারণে আড়ম্বরে সামান্য কাঁটছাঁট করতে হলেও এবছর স্বমহিমায় হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। উল্লেখ্য প্রতি বছরেই উপোস করে ভোগ রান্না থেকে পুজোর সমস্ত কাজ নিজে হাতেই করেন মমতা বন্দ্যোপাধ্যায়।