তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। ধূপগুড়িকে মহকুমা (Mahakuma- Dhupguri) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। ধূপগুড়ি-বানারহাট ও কিছু গ্রামাঞ্চল নিয়ে মহকুমা হচ্ছে, বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মন্ত্রিসভায় রদবদল: পর্যটনে ইন্দ্রনীল, দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয়-প্রদীপের
গত ২ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িতে (Mahakuma- Dhupguri) মহকুমা হিসেবে তৈরি করা হবে। রাজনৈতিক মহলের দাবি, অভিষেকের এই মাস্টার-স্ট্রোকেই ধূপগুড়ি জয় সহজ হয়েছে তৃণমূলের। জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত ১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। এবার তাঁদের স্বপ্নপূরণ হল। প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা বাস্তবায়নের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।