রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তলব অভিষেককে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Must read

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বললেন, অভিষেককে সব সময় অকারণে হেনস্থা করা হয়। ওঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে। এদিন নাম না করে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরের আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করেন অভিষেক। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, (বিজেপির) রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষকে তলব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, গণতন্ত্রের একটি সীমা আছে, এরা মানে না।

আরও পড়ুন-ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপরেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গ তুলে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই ধরপাকড়। অভিযোগ এলে নিশ্চয় তদন্ত হবে। কিন্তু এরা রাজনৈতিক স্বার্থে এই সব করছে। মুখ্যমন্ত্রী কথায়, ৩৪ বছরের বাম জমানার অনেক অভিযোগ আছে তাঁর কাছে। কিন্তু বাম আমলের মুখ্যমন্ত্রী-সহ কোনও মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেননি তিনি। কারণ তাঁর রাজনৈতিক সৌজন্য মেনে চলেন।

Latest article