স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নিরাপত্তা না দিয়ে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রক্ষার বদলের রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইভাবে কথা বলার অধিকার নেই তাঁর। রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেন। সেই প্রেক্ষিতেই এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে এসেছিলেন। তিনি করতেই পারেন, সেটা তাঁর স্বাধীনতা। কিন্তু তিনি কখনই বলতে পারেন না বিজেপি ৩৫টি আসন পাবে। আর রাজ্যের সরকার পড়ে যাবে। কীভাবে একটা নির্বাচিত সরকারকে ভাঙতে পারে! ওরা কি আইন তৈরি করবে? সংবিধান বদল করবে? কেন্দ্র আমাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করছে। সংবিধান মেনে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।“
আরও পড়ুন: বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী
এরপরেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে তৃণমূলের বিধায়কদের গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ইচ্ছে করেই তৃণমূল বিধায়কদের টার্গেট করা হয়েছে। গ্রেফতার করে বিধায়ক কমিয়ে আর কেনাবেচা করে সরকার ফেলার ষড়যন্ত্র করছে কেন্দ্রের মোদি সরকার।