বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Must read

গতকাল, রবিবারই বিজেপি ছেড়ে ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার (Jagadish Shettar)। সোমবার সকালেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার সহ কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নতুন দলে যোগ দিলেন। আগামী মে মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসে যোগ দেওয়ায় বেশ বড়সড় অস্বস্তিতে পড়ল বিজেপি।

বিজেপি তাঁকে টিকিট না দিয়ে অপমান করেছে, এই ক্ষোভ দেখিয়েই রবিবার বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীশ (Jagadish Shettar)। একইসঙ্গে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিচ্ছেন বলে জানিয়ে দেন। এদিকে রবিবারই বিজেপি ছাড়ার পর আন্দাজ করা হয়েছিল, কংগ্রেসে যোগ দিতে পারেন প্রবীণ নেতা। গতকাল রাতেই কর্নাটকের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে বিশেষ চপারে করে হুবলি থেকে বেঙ্গালুরু পৌঁছে যান কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ। এদিন রাতে কংগ্রেসের ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেনারেল সেক্রেটারি রণদীপ সিং সূরজেওয়ালা, কর্নাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার, প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। রাতে ঘণ্টাখানেকের বৈঠকের পর সোমবার সকালে কংগ্রেসে যোগ দিলেন জগদীশ।

আরও পড়ুন: অভিষেককে নিয়ে বিচারপতি গঙ্গাপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীতালিকায় নাম না থাকার কারণে আগেই বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি। আর তার কিছুক্ষণের মধ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সকালে জগদীশের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ার মতো শীর্ষস্থানীয় নেতারা। সিদ্দারামাইয়া বলেন, আমি জগদীশ সেট্টারকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। ওনার সঙ্গে বিজেপি যে খারাপ ব্যবহার করেছে, তা কোনও দলের নেতার সঙ্গে হওয়া উচিত নয়। উনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। শুধু ওনাকেই নয়, গোটা লিঙ্গায়ত সম্প্রদায়কে অপমান করেছে বিজেপি। আর জগদীশ কংগ্রেসে যোগ দেওয়ায় আমরা নিশ্চিতভাবে ১৫০টি আসনে জিতব। অন্যদিকে সেট্টার জানিয়েছেন, দলের নীতি এবং আদর্শ মেনে নিয়েই তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে।

Latest article