রিমা সিংয়ের মাকে ফোন মুখ্যমন্ত্রীর, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ-সহ চাকরির ঘোষণা

Must read

শুক্রবার রাস্তায় বেরিয়ে বেঘোরে প্রাণ হারান হাওড়ার রিমা সিং (Rima Singh)। তিনিই ছিলেন কার্যত পরিবারের একমাত্র রোজগেরে। এই পরিস্থিতিতে সিং পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিহত রিমা সিংয়ের মাকে ফোন করেন তিনি। সমবেদনা জানান। বলেন, তাঁর মেয়েকে তিনি ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এরপরেই ঘোষণা করা হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভাইয়ের কাজের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, রিমার মা জানান, তাঁর স্বামীকে ছোট দোকান করার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ’ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছেই এলোপাথাড়ি গুলি চলে। গুলি চালিয়ে নিজেকে শেষ করে দেন পুলিশ কর্মী চোডুপ লেপচা। একই সঙ্গে তাঁর এলোপাথাড়ি গুলিতে হাওড়ার রিমা সিংও (Rima Singh) নিহত হন। ঘটনার সময় ওই এলাকা দিয়েই একটি বাইকে চেপে যাচ্ছিলেন রিমা। সেই সময়েই ওই পুলিশ কর্মীর সার্ভিস রাইফেলের গুলি তাঁর গায়ে লাগে। সঙ্গে সঙ্গে বাইক থেকে পড়ে যান রিমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Latest article