বাংলার পর্যটন বিপণনের অ্যাম্বাসেডর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Dev)। অভিনেতা-সাংসদ দেবকে (Dev) পর্যটন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। মেনে নেন ঘাটালের সাংসদও। শিল্প সংক্রান্ত বৈঠকেই পর্যটন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বের দরবারে বাংলার পর্যটনে সেরার পালক বাংলার মুকুটে। বার্লিনে গিয়ে সেই পুরস্কার নিয়ে এসেছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। বুধবার নবান্ন সভাঘরে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দেন তিনি।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। ক্ষমতায় আসার পরেই সেই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Dev)। কিং খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। তবে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!” এই মন্তব্যে অনেকে ভাবেন শাহরুখের জায়গায় আসছেন দেব। কিন্তু সেই ধারণা ভেঙে মুখ্যমন্ত্রী বলেন, “এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।“ সঙ্গে আরও কয়েকজনকে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যটনের প্রচারের ভিডিও বা বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে।
আরও পড়ুন: ঘোষণা BGBS-এর দিন, কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
এমন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা-সাংসদ দেব বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের। যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।”