হঠাৎই কালবৈশাখী জলপাইগুড়িতে

Must read

পূর্বাভাস ছিলই। সেইমতো বুধবার বিকেলে কালবৈশাখীর (Kalbaishakhi) দাপট দেখা গেল জলপাইগুড়িতে (Jalpaiguri)। ঝড়ের সঙ্গে হল কয়েক পশলা বৃষ্টিও। ফলে এক ধাক্কায় জলপাইগুড়ির তাপমাত্রা যেন অনেকটাই কমে গেল। উল্লেখ্য, গতকাল দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শিলা বৃষ্টি হতে দেখা গিয়েছে। দুই একদিনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখী হওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ঘোষণা BGBS-এর দিন, কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। বিহার এবং ছত্তিশগড়ে বেশকিছু মেঘপুঞ্জও তৈরি হচ্ছে। এই মেঘপুঞ্জ এগোতে শুরু করেছে পশ্চিমবঙ্গের দিকে। এর প্রভাবেই বসন্তে বাংলায় কালবৈশাখীর সম্ভাবনা। চৈত্র-বৈশাখের বিকেলে হওয়া চেনা কালবৈশাখী (Kalbaishakhi) ঝড় আগামী সপ্তাহেই দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

Latest article