সাঁওতালি ভাষার নিজস্ব লিপি অলচিকি (Ol Chiki) প্রণয়ন করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু (Pandit Raghunath Murmu)। তাঁর জন্ম ওড়িশার ময়ূরভঞ্জে। প্রাথমিকের পড়াশোনা স্থানীয় স্কুলে। এর পর বারিপদায় হাইস্কুলে ভর্তি হন। তখন থেকেই তাঁর ভাবনা ছিল, যে ভাষায় তাঁরা কথা বলেন, সেই ভাষাতেই লেখাপড়া করা যাবে না কেন? সেই ভাবনা থেকেই ১৯২৫ সালে তৈরি করেন অলিচিকি লিপি। আজ সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টার জন্মদিবস। তাঁর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সাঁওতালি ভাষার কিংবদন্তি লেখক, চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং অলচিকি লিপির স্রষ্টা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর (Raghunath Murmu) জন্মদিনে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমাদের সরকার তাঁর জন্মদিবসে ছুটি ঘোষণা করেছে যাতে সবাই তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারে।”
Our reverence and greetings on the birthday of Pandit Raghunath Murmu, the legendary writer, thinker, educator & creator of Ol Chiki script for Santali language. Our government has declared his birthday a holiday to enable all to pay respects to him in befitting manner.
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2022
শুধু সাঁওতালি লিপির প্রণয়ন করাই নয়,ওই ভাষায় পণ্ডিত রঘুনাথ মুর্মুর সাহিত্যকর্মও খুবই জনপ্রিয়। আদিবাসী সমাজ, পশ্চিমবঙ্গের (West Bengal) জঙ্গলমহলের পাশাপাশি রাঢ়বঙ্গে তিনি অত্যন্ত জনপ্রিয়।