বঙ্গ

কার্নিভালে আদিবাসী নাচের তালে পা মেলালেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বাজালেন করতাল

রেডরোডে জমজমাট বিসর্জনের কার্নিভাল (Durga Puja Carnival 2022)। শনিবার একের পর এক আসছে বিভিন্ন পুজো কমিটির ট্যাবলো। সঙ্গে ৩মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। রামমোহন সম্মেলনীর শোভাযাত্রায় আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এক পুজো কমিটির ট্যাবলোর সঙ্গে করতাল বাজান তিনি।

কার্নিভালে নজর কাড়ল সুখিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোর ট্যাবলো। এবছর তাদের থিম ‘জঙ্গলকন্যা’। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সামনে রেখে সেজে উঠেছিল সুখিয়া স্ট্রিটের এই পুজো মণ্ডপ। এদিন রেড রোডে তাঁদের ট্যাবলোর সামনে ছিলেন বীরবাহা। ধামসা মাদলের তালে তিনি একদিকে যেমন পা মেলালেন তেমনই পা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাচের তালে পা মেলান বীরবাহা হাঁসদা, বিধায়ক অদিতি মুন্সি, জুন মালিয়া-সহ টলিউডের একঝাঁক সেলেবদের। ঝাড়গ্রাম থেকে আসা আদিবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সবুজ শাড়িতে ছিলেন মন্ত্রী বীরবাহা। পরে মুখ্যমন্ত্রীকে প্রণাম ও শুভেচ্ছা বিনিময় করে প্রতিমা নিয়ে বাবুঘাটের দিকে রওনা হয় রামমোহন সম্মিলনীর সুসজ্জিত ট্যাবলো।

আরও পড়ুন: রেড রোডে শুরু বিসর্জনের বর্ণাঢ্য মেগা কার্নিভাল

ঠিক সাড়ে চারটেয় শুরু হয় কার্নিভাল (Durga Puja Carnival 2022)। চলবে রাত ১১টা পর্যন্ত। কার্নিভালের জন্য বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। শনিবাসরীয় সন্ধেয় আলো ঝলমলে রেড রোড যেন চেনা দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রেড রোডে যেন মহাষ্টমীর আমেজ। যতদূর চোখ গেছে এখানেই উৎসাহী মানুষের ভিড়। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবার হচ্ছে কার্নিভাল (Carnival)। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবছর কার্নিভালের বাড়তি গুরুত্ব।

পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হয় কার্নিভাল। বাইকের উপর পুরহিত থেকে শুরু করে ঢাকি, এমনকী সপরিবারে মা দুর্গা-সহ সিংহ নিয়ে অধিষ্ঠান করছেন বাইকে। এরপরই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নৃত্যনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে তারা। প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করছে। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি রয়েছেন। পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে। একের পর এক ট্যাবলো সঙ্গে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রেড রোড যেন উৎসব সরণি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

38 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago