রেড রোডে শুরু বিসর্জনের বর্ণাঢ্য মেগা কার্নিভাল

Must read

ঠিক সাড়ে চারটেই রেড রোডে শুরু বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja Immersion Carnival 2022) কার্নিভাল। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবার হচ্ছে কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবছর কার্নিভালের বাড়তি গুরুত্ব। অংশ নিয়েছে ৯৫টি পুজো কমিটি। পাশাপাশি দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকা ও টলিউডের তারকারা। পাশের মঞ্চটিতে রয়েছেন অন্যান্য বিশিষ্টরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা। সেখানে রয়েছেন ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি-সহ দেশ-বিদেশের বহু অতিথি।

পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হয় কার্নিভাল (Durga Puja Immersion Carnival 2022)। বাইকের উপর পুরহিত থেকে শুরু করে ঢাকি, এমনকী সপরিবারে মা দুর্গা-সহ সিংহ নিয়ে অধিষ্ঠান করছেন বাইকে। এই কসরত থেকে মুগ্ধ মুখ্যমন্ত্রীর মত, খুব ভালো। মঞ্চে বসা পুলিশকর্তাদের মুখে তখন গর্বের হাসি।

আরও পড়ুন: রাত জেগে সৎকারের তদারকি কাউন্সিলরের

এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নৃত্যনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও অনুষ্ঠানে অংশ নেননি তিন। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তাঁরা।

প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করছে। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি রয়েছেন। পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে।

Latest article