সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee in Alipurduar) উপস্থিতিতে ৫০৮ জোড়া হাত এক হবে। বুধবার কালচিনির সুভাষিণী চা-বাগানের মাঠে আদিবাসী সমাজের গণবিবাহের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ৫০৮ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে হবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার (CN Mamata Banerjee in Alipurduar) জেলার বিভিন্ন চা-বাগান ও বনবস্তি এলাকার দুঃস্থ আদিবাসী কন্যাদের নতুন ঠিকানা দেওয়া হবে ওই গণবিবাহের মাধ্যমে। জেলা পুলিশের পক্ষ থেকে নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হবে রকমারি উপহার সামগ্রী। তাঁদের সংসার সাজানোর জন্য বিভিন্ন সামগ্রী দেওয়া হবে। বিয়েতে দানসামগ্রীর রীতি মেনে দেওয়া হবে লেপ, তোষক, বালিশ, মশারি। সঙ্গে কনে-বরের নতুন জামাকাপড় ও শাড়ি। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে বেশ খুশি চা-বাগানের শ্রমিকরা। অভাবের সংসারে মেয়ের বিয়ে কীভাবে দেবেন সে নিয়ে চিন্তায় ঘুম ছুটেছিল এই দুঃস্থ পরিবারগুলির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এবার তাঁরা চিন্তামুক্ত। একবাক্যে এই দুঃস্থ পরিবারগুলি প্রশংসা করছেন রাজ্য সরকারের।
আরও পড়ুন: টোটো জনজাতির সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী