সংখ্যালঘু দফতর হাতে নিয়ে পর্ষদ গঠন মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : রাজ্যের সংখ্যালঘু সমাজের উন্নয়নে গতি আনতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। ফের সংখ্যালঘু উন্নয়ন দফতর নিজের হাতে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য সংখ্যালঘু উন্নয়ন পর্ষদও গঠন করা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্য (West Bengal Government) মন্ত্রিসভার বৈঠকের ফাঁকেই সংখ্যালঘু বিষয়ক দফতর নিজের হাতে নিয়ে আসার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। ওই দফতরের মন্ত্রী গুলাম রাব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে। সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাজমুল হোসেন।

মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত :
* অনার্স পাঠ্যক্রমের জন্য কমিটি
* স্বাস্থ্যসাথী সমস্যা মেটাতে ইউনিট
* চা-বাগান কল্যাণে নজরদারি
* অ্যাডহক বোনাস বেড়ে ৫,৩০০

আরও পড়ুন- কাটোয়ার মুস্থুলীতে ব্রহ্মাণীর পুজো ও মহোৎসব ঘিরে উৎসাহ

এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী মলয় ঘটক বলেন, এই সিদ্ধান্তের সেই পর্ষদের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের দিকে নজর রাখার পাশাপাশি তাঁদের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর রাখা হবে। তবে এই পর্ষদের চেয়ারম্যান কে হবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য একাধিক প্রকল্পও এনেছেন। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ বৃত্তিও চালু করা হয়েছে। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের খোঁজ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরপরই সংশ্লিষ্ট দফতর তিনি নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Latest article