সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখনই রাস্তায় দেখেন একদল পড়ুয়াকে। নীল-সাদা পোশাকে স্কুলের সামনেই ছিল তারা। গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সোমবার, জলপাইগুড়ি বানারহাট স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ ও ছাত্রছাত্রীরা তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে আপ্লুত। তিনি যে আসবেন একথা জানা ছিল না কারোর। সেই কারণে বাগানের গাছের ফুল তুলেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান টিচার ইনচার্জ। খুদে পড়ুয়াদের উৎসাহ তখন দেখার মতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলে তারা। আপ্লুত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে পড়ুয়া সবাই। মুখ্যমন্ত্রী সেখান থেকে যাওয়ার পরেই স্কুলে পৌঁছন জেলাশাসক শামা পরভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপৎ। তাঁরা গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা ও চকোলেট তুলে দেন। জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বসেও ছবি তোলে খুদে পড়ুয়ারা। সব মিলিয়ে আজ ছিল তাদের জীবনে সেরা দিন।
আরও পড়ুন- আজ শিলিগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর