আজ শিলিগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : আজ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভা শিলিগুড়িতে। সভায় রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজ প্রায় ১১০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হতে চলেছে শিলিগুড়িতে। আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা রয়েছে। সভা ঘিরেই চরম ব্যস্ত প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে সরকারি সভায় শিলিগুড়ি মহকুমা শহর পেতে চলেছে নতুন বেশ কিছু প্রকল্প কাজ। সরকারি সূত্রে জানা গেছে, ২০৪৫ সালকে লক্ষ্যমাত্রা নিয়ে পানীয় জলের যে প্রকল্পের কাজ হতে চলেছে সেই কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই কাজের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিলিগুড়িতে বৈদ্যুতিক আন্ডারগ্রাউন্ড কেব্লিং কাজেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও এইচটিপি কাজের শিলান্যাস করবেন তিনি। সরকারি সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪১ জনকে সরকারি পরিষেবা প্রদান করবেন নিজের হাতে। স্টেডিয়ামের সভামঞ্চের পাশে প্রায় দশটি জনকল্যাণমুখী স্টল বসানো হচ্ছে। শেষ মুহূর্তের মঞ্চ সাজানোর কাজ চলছে জোরকদমে। সোমবার দুপুরেই শিলিগুড়িতে চলে আসেন মুখ্যমন্ত্রী। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভায় বেলা ১২টায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সভা শেষ করে সেখান থেকেই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও পড়ুন- চেয়ার ফাঁকা রেখে নার্গিসকে সম্মান নোবেল কমিটির

Latest article