প্রতিবেদন : আগের থেকে ভাল আছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । কিন্তু প্রবল যন্ত্রণা রয়েছে। চিকিৎসকদের বোর্ড মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন। ওষুধ চলছে। গতকাল বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর গভীর ক্ষত হয়, রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে গেলে মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে সেলাই হয়। একইসঙ্গে বিভিন্ন পরীক্ষার পর তাঁকে হাসপাতালেই থাকার জন্য অনুরোধ জানায় চিকিৎসকদের বোর্ড। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতে যান। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আপাতত বিশ্রামে থাকতে হবে। এই খবর গতকাল রাতে প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে রাজনৈতিক মহল চিন্তান্বিত হয়ে পড়ে। প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। উপরাষ্ট্রপতি এবং বাংলার রাজ্যপালও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই ঘটনা জানার পরই কর্মী-সমর্থকরা প্রবল উদ্বেগে খবর নেওয়া শুরু করেন। জেলায় জেলায় কর্মীরা প্রার্থনা করতে শুরু করেন। জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। সব রাজনৈতিক দলই শিষ্টাচারের রাজনীতির পরিচয় রাখলেও বাংলার গদ্দার অধিকারী তার নিম্নরুচির রাজনীতির পরিচয় জারি রেখেছেন। নির্লজ্জ বেহায়ার মতো মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়েও কুৎসা করছে গদ্দার অধিকারী। যেখানে বাংলাসহ গোটা দেশ উদ্বিগ্ন হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে, সেখানে মুখ্যমন্ত্রীর আঘাত নিয়েও বেলাগাম মন্তব্যে নিন্দার ঝড় সব জায়গায়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের স্পষ্ট বক্তব্য, একজন মহিলার বিরুদ্ধে, একজন মহিলা মু্খ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে কুরুচিকর মন্তব্য মানা যায় না। শিক্ষা-সংস্কৃতি কোনওটাই না আছে গদ্দারের, না আছে বিজেপির। আসলে এটাই ওদের আসল চেহারা ও সংস্কৃতি। তবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা সর্বত্র, সব মহলে।
আরও পড়ুন: রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে