বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ, যোগ্যশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Must read

তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা যাতে আইআইটি’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারেন, তার জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে যোগ্যশ্রী (Yoggyashree Scheme) এই প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন বছরের প্রথম মাস থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হবে। চলতি বছরে এই প্রকল্পে (Yoggyashree Scheme) ৪ হাজার ৩০০ জন ছাত্রছাত্রী সুযোগ পাবেন। বিশেষজ্ঞ সংস্থা নিযুক্ত করে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, তফসিলি জাতি উপজাতির পড়ুয়াদের জন্য এর আগেই বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সেখানে এপর্যন্ত প্রায় ২৮৮০ জন প্রশিক্ষিত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২২০০ পড়ুয়া উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগও পেয়ে গিয়েছেন। এখন থেকে এক বছরের জায়গায় দু’বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা। মনে করা হচ্ছে, এই পদক্ষেপে সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে, গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং এই জাতীয় অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করছে রাজ্য। আগামী মাস ঠেকেই ওই কর্মসূচি শুরু হবে। বছরে প্রায় ১৩০০ পড়ুয়া ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তুলতে এখনও পর্যন্ত রাজ্য সরকার যে ২৮৮০ জনকে প্রশিক্ষণ দিয়েছে তার মধ্যে ২ হাজার ১৫৪ জন চাকরি পেয়ে স্বনির্ভর হয়েছেন বলে মুখ্যমন্ত্রী আজ দাবি করেন। অন্যদিকে তিনি আজ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নামে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে যোগ্য ছাত্র ছাত্রীরা সরকারি বিভিন্ন দপ্তরে এক বছর ইন্টার্ন হিসাবে কাজ করার সুযোগ পাবেন। এই সময় তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। ভালো কাজ করলে পরবর্তী সময়ে সেই সব যুবক-যুবতীদের স্থায়ীকরণেরও সম্ভাবনা থাকছে। পাশাপাশি পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এখন থেকে প্রতিবছর এক থেকে ৭ জানুয়ারি রাজ্যজুড়ে পড়ুয়া সপ্তাহ পালন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী মাসের মধ্যে নবম শ্রেণীতে পড়ুয়া সব ছাত্রছাত্রীকে সাইকেল এবং দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ট্যাব দিয়ে দেওয়ার কাজ শেষ করতে হবে বলে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- পড়ুয়াদের জন্য ২ প্রকল্প চালু, ব়্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Latest article