সৌজন্য সাক্ষাতেও বাংলার বকেয়া-দাবি জানালেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বাংলার বকেয়ার কথা বলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজভবনে আসার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা রাজভবনে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একেবারেই প্রোটোকলের জন্য আসা। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে প্রোটোকল অনুযায়ী সাক্ষাৎ করতেই হয়। আরসিটিসি-তে যেতে পারিনি। তাই রাজভবনে এলাম। এখানে অন্য কোনও বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে বাংলার জন্য যা বলার বলেছি। বাংলার মিষ্টি দিয়েছি। আমাদের যা বলার তা রাজনৈতিক মঞ্চেই বলব। এটা সেই জায়গা নয়। তাঁর সঙ্গে গল্প করলাম। এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার। এর বেশি কিছু বলার নেই।

আরও পড়ুন: বাঙালির মুকুটে নতুন পালক

উল্লেখ্য, এদিন আরামবাগে প্রধানমন্ত্রীর সভার বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি মুখ খোলেননি। বলেন, আমি এইসব নিয়ে কিছু বলব না। যা বলার দলের তরফে বলা হবে। অন্যান্য আরও দু’-একটি বিষয় নিয়ে প্রশ্ন রাখলেও তার উত্তর দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article