কড়া পদক্ষেপ, কালিয়াগঞ্জে হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must read

“কালিয়াগঞ্জে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে BJP। যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক। কিন্তু তারপর যা যা হয়েছে, সবটা পরিকল্পিত ষড়যন্ত্র। বাইরে থেকে লোক এনে জল্লাদগিরি করেছে বিজেপি।” এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kaliganj- Mamata Banerjee)। কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু এবং তার পরবর্তী ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ও তারপরে উত্তেজনা তৈরিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী (Kaliganj- Mamata Banerjee)। ”এসব কিছুর নেপথ্যে ষড়যন্ত্র কাজ করেছে। সাধারণ মানুষ এটা করতে পারে না। বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব চালিয়েছে বিজেপি। গুন্ডামি, জল্লাদগিরি করেছে। পুলিশের মেয়েদের গায়ে হাত তুলেছে। আগুন লাগিয়েছে, পাথর ছুঁড়েছে। পুরোটাই পরিকল্পিত।”

আরও পড়ুন: গঙ্গা ভাঙন রোধে গঠন টাস্ক ফোর্স, বিবৃতি নিয়ে সেচমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়েটির জন্য আমাদেরও খারাপ লাগছে। পুরো খবরটাই আমার কাছে এসে পৌঁছেছে। মেয়েটার সঙ্গে ছেলেটার সম্পর্কও ছিল। সবটাই পুলিশ তদন্ত করে দেখছে।” এর পাশাপাশি নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মৃতদেহ এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছিল।” এবার থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য থানায় ব্যাগ দেওয়া হবে বলেও জানান তিনি।

কালিয়াগঞ্জে হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় করা পদক্ষেপে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। “যারা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছে, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হোক। যারা দোষ করেছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করুন। ইডি-সিবিআই যেভাবে করে। সম্পত্তি বাজেয়াপ্ত না করলে এদের গুন্ডামি কমবে না। বিজেপি টাকা দিয়ে যদি সাহায্য করে সেটা বিজেপির ব্যাপার।” নবান্নে সূত্রে খবর, এদিনের বৈঠকে এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? সেই বিষয় জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article