পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

Must read

আজ, ২৯ জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। মহান পণ্ডিত-সংস্কারক এখনও আমাদের জন্য পথপ্রদর্শক হয়ে আছেন।”

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান দিকপাল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)। শিক্ষাবিদ, সমাজসেবক, লেখক ও জনহিতৈষী এই মহান ব্যক্তিত্ব ১৮২০ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদেনীপুর জেলার বীরসিংহ গ্রামের দারিদ্র্যপীড়িত এক ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৮৯১ সালের ২৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে বিপাকে প্রদেশ সভাপতি

Latest article